kolkata

1 year ago

Temperature again rise in kolkata: গরমে দুর্বিষহ পরিস্থিতি তিলোত্তমায়, দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই

As the summer heat worsens, the temperature in South Bengal rises
As the summer heat worsens, the temperature in South Bengal rises

 

কলকাতা, ১৫ মার্চ: আবহাওয়ার খামখেয়ালিপনায় তাপমাত্রার পারদের ওঠানামা লেগেই রয়েছে তিলোত্তমায়, গরমে দুর্বিষহ অবস্থা মহানগরীতে। বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ফলে অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরমও। দিনে তো অস্বস্তি রয়েছেই, রাতেও অনুভূত হচ্ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা কোথাও আবার মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পাশাপাশি রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি বেশি।

You might also like!