kolkata

1 year ago

Anirban Ganguly:যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটের প্রচার শুরু অনির্বাণ গাঙ্গুলির, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী

Anirban Ganguly
Anirban Ganguly

 

বারুইপুর, ৪ মার্চ : প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই ভোটের প্রচার শুরু করে দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। সোমবার সকালে তিনি এসে পৌঁছন দক্ষিন ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত গোয়ালবেরিয়া এলাকায়। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার পর স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখন শুরু করেন। এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দলও এখনও তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। কিন্তু বিজেপির আংশিক প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে গত শনিবার। সেই প্রার্থী তালিকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেব নাম রয়েছে অনির্বাণ গাঙ্গুলির। আর নাম ঘোষণা হতেই এলাকায় নিজের প্রচার শুরু করে দিলেন এই বিজেপি প্রার্থী। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি, বলেছেন এই এলাকায় তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে গত লোকসভায় মানুষ কোনও উপকার পাননি, তাই এবার মানুষ আর সেই ভুল করবেন না বলেই দাবি তার। পাশাপাশি এই এলাকায় তিনি সবসময় আসা যাওয়া করেন, ফলে কোনও অসুবিধাই হবে না এলাকায় প্রচার সারতে বা প্রার্থী হিসেবে মানুষের কাছে পৌঁছতে। আর সেই কারণেই নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।


You might also like!