কলকাতা, ২৩ জানুয়ারি : সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুবিরোধী এবং মুসলিম তোষণে ভাষণ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
মঙ্গলবার এক্স হ্যাণ্ডেলে অমিতবাবু লিখেছেন, ২২শে জানুয়ারি, অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিস্থার দিন, মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দুদের অনুভূতিকে নির্লজ্জ অবহেলা করে একটি 'সর্ব ধর্ম সম্ভভ' সমাবেশ করে তাঁর নগ্ন সাম্প্রদায়িকতা প্রকাশ করেছিলেন। 'কাফের'-দের উপহাস করে যারা বিজেপিকে সাহায্য করে আল্লাহর নামে তাদের হুমকি দিয়েছিলেন।
তাঁর কথায় কোনো ‘সদভাব’ ছিল না। নিছক সাম্প্রদায়িকতা। মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর তুষ্টির রাজনীতির মাধ্যমে, পশ্চিমবঙ্গের শান্তি ও উন্নয়নের কাছে সবচেয়ে বড় হুমকি। তিনি বুঝতে পারেন যে মুসলিমরা তাঁর প্রতি অসন্তুষ্ট। সাম্প্রতিক ভোটে পরাজয়ের স্ট্রিং থেকে এটা স্পষ্ট। তিনি তাই আতঙ্কিত এবং পরিবেশকে খারাপ করছেন। তাঁর জন্য যেটা আরও খারাপ হচ্ছে তা হল যে বেশিরভাগ হিন্দু তাঁর জাল রাজনৈতিক সমাবেশকে উপেক্ষা করেছিল। পরিবর্তে বেশ কয়েকটি রাম শোভাযাত্রায় অংশ নিয়েছিল, মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিল। বাংলাকে বাঁচাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি দিতে হবে।
অমিতবাবু বক্তব্যের প্রমাণ হিসাবে মঙ্গলবারের সভায় মমতার উপরোক্ত দুটি মন্তব্যের ভিডিও যুক্ত করেছেন। প্রথমটিতে বলতে শোনা যাচ্ছে “এক বাত ইয়াদ রাখ, বিজেপি কো মাদাত মাত করনা, বিজেপি কো আগর তুম লোগ মাদাত করোগে কোই তো আল্লাহ কি কসম আপ লোগো কো কোই মাফি নহি করেগা হাম তো মাফি নহি করেঙ্গে।” দ্বিতীও ভিডিওতে: “জো 'কাফির' হ্যায়, ওহ দারতে হ্যায়, জো লাদতে হ্যায়, ওহ জিতেতে হ্যায়।”