দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নদিয়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ইন্ডিয়া জোট নিয়ে ফের একবার উল্লেখযোগ্য মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বললেন, ' সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য'। একইসঙ্গে একলা চলার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে তৃণমূল একাই লড়তে চলেছে ৪২টি আসনে, স্পষ্ট জানিয়েছেন তিনি।
এর আগে বর্ধমানে যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ৪২টি আসনে লোকসভা নির্বাচনে একাই লড়বে তৃণমূল। আর এই অবস্থানের নেপথ্যে তিনি দুষেছিলেন সিপিএমকে। ইন্ডিয়া জোটের নামকরণ করলেও বৈঠকে যোগ্য সম্মান পেতেন না বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সিপিএম-এর কারণেই তাঁর এই অবস্থান তা আগেও বলেছিলেন মুখ্যমন্ত্রী।