২৩ জানুয়ারি, কলকাতাঃ সোমবার সংহতি মিছিল থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'ইন্ডিয়া নাম আমার দেওয়া। কিন্তু, বৈঠকে সম্মান পাই না। মনে হচ্ছে সিপিএম চালাচ্ছে।' যার জেরে ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান ঘিরে উঠছিল বিস্তর প্রশ্ন। সেই নিয়েই এবার মমতাকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
এই প্রসঙ্গে তিনি বললেন, ‘আগামীদিনে বাংলার রাজনীতিতে বিজেপি বনাম মমতা করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। এতে বিজেপিকেও লাভ পাওয়াতে চাইছেন এবং নিজেও লাভ পেতে চাইছেন। এগুলো পুরনো কথা। এর আগে ২০১৯-২০২১ সালে একই ঘটনা ঘটেছে।’ সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গ উত্থাপন করে অধীর চৌধুরী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে এখন কংগ্রেসের সঙ্গে যাওয়া বোকামি। তাই খোলা মঞ্চে বিজেপিকে সাহায্য করার রাস্তা পেয়ে গেলেন। সিপিএম একটা বাহানা। যেদিন দেখলেন সিপিএম মাতব্বরি করছে সেদিন কেন প্রতিবাদ করে বেরিয়ে আসেননি। বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চায়ছেন তিনি।’
সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ৪২টি আসনেই লড়াই করার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ফলে আসন ভাগাভাগি নিয়ে ঠিক কী সিদ্ধান্ত হতে চলেছে ইন্ডিযা জোটের? তা নিয়ে উঠছিল প্রশ্ন। এবার এই প্রসঙ্গে অধীর বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যয়ের দয়ায় ভোট লড়বে না কংগ্রেস। যে দুটি আসনে কংগ্রেস জিতেছিল তা বিজেপি, তৃণমূলকে হারিয়েই জিতেছে।’