kolkata

1 year ago

GRP: যাত্রী-নিরাপত্তায় সক্রিয় রেল পুলিশ! দু’টি নতুন পুলিশ ফাঁড়ি তৈরির পরিকল্পনা

Active railway police in passenger safety! Two new police stations are planned
Active railway police in passenger safety! Two new police stations are planned

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দু’টি নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করতে চাইছে রেল পুলিশ (জিআরপি)। রেল যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা। সুত্র মারফত জানা যাচ্ছে, রেলের কর্তারা  শিয়ালদহ রেল পুলিশ জেলা এলাকায় ওই দু’টি পূর্ণাঙ্গ ফাঁড়ি তৈরি করতে চাইছেন। নবান্নে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে সেই সংক্রান্ত প্রস্তাব। এবং সেখানে উল্লেখ করা হয়েছে, শিয়ালদহ রেল পুলিশ থানার অন্তর্গত পার্ক সার্কাস স্টেশনে এবং বালিগঞ্জ রেল পুলিশ থানার অন্তর্গত মাঝেরহাট স্টেশনে ওই পুলিশ ফাঁড়ি তৈরি করা হোক। 

রেল পুলিশের এক কর্তার অভিমত, মূলত এই প্রস্তাব যাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং তাঁদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই প্রেরণ করা হয়েছে। এবং একইসঙ্গে যাদবপুর এবং হাবড়া রেল পুলিশ থানাকে ওসির (অফিসার ইন-চার্জ) বদলে আইসি (ইনস্পেক্টর ইন-চার্জ) থানায় উন্নীত করার প্রস্তাবও পাঠানো হয়েছে। 

রেল পুলিশ সুত্রে আরও জানা যাচ্ছে, যাত্রী-সংখ্যার যাতায়াতের দিক থেকে গুরুত্বপূর্ণ পার্ক সার্কাস স্টেশন। ওই স্টেশনে চারটি প্ল্যাটফর্ম রয়েছে। যা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। পাশাপাশি, ওই স্টেশন চত্বর থেকে শুরু করে সংলগ্ন বেশ কিছু এলাকা অপরাধপ্রবণ। বর্তমানে শিয়ালদহ রেল পুলিশ থানা থেকে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা দেখা হয়। রেল পুলিশের একাংশের দাবি, বড় অঘটন ঘটলে দ্রুত শিয়ালদহ থেকে পার্ক সার্কাসে পৌঁছনো অসুবিধাজনক। তাই ওই স্টেশনে পৃথক একটি পুলিশ ফাঁড়ি প্রয়োজন।

অপরদিকে, বালিগঞ্জ রেল পুলিশ থানার অধীনে থাকা এলাকা বিস্তৃত বজবজ পর্যন্ত। প্রায় ২৫ কিলোমিটার ওই এলাকার ন’টি স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা দেখতে হয় বালিগঞ্জ থেকে। সেই কারণে অনেক সময়েই অসুবিধার সম্মুখীন হন রেল পুলিশের কর্মীরা। এই সমস্যা দূর করতেই মাঝেরহাট স্টেশনে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, এর ফলে মাঝেরহাট থেকে শুরু করে আক্রা, সন্তোষপুর, বজবজের মতো স্টেশনের দায়িত্ব থাকবে নতুন ফাঁড়ির উপরে।

রেল পুলিশ জানিয়েছে, কাজের সুবিধা এবং যাত্রীদের স্বার্থে হাবড়া ও যাদবপুরকে আইসি থানায় উন্নীত করার প্রস্তাব পাঠানো হয়েছে। হাবড়া রেল পুলিশের এলাকা বড়। তা ছাড়া, সেখানে নিয়মিত অপরাধমূলক ঘটনা ঘটে। এমন নানা দিক বিবেচনায় রেখেই এই প্রস্তাব পাঠানো হয়েছে। 

You might also like!