নয়াদিল্লি, ৪ অক্টোবর : যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে এক গুচ্ছ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকাল ১১টায় ৬২ হাজার কোটির বেশি টাকার প্রকল্পের সূচনা করবেন তিনি। যুব সমাজের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং তাদের স্বনির্ভর করতে এই পদক্ষেপ ।
দেশজুড়ে এক হাজারটি সরকারি আইটিআই-র মানোন্নয়ন করা হবে। এর জন্য আগামিকাল পিএম-সেটু যোজনার সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর জন্য খরচ হবে ৬০ হাজার কোটি টাকা। বিহারের যুবদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিহারে মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভট্ট যোজনার শুরু করবেন প্রধানমন্ত্রী। এই যোজনার অধীনে ৫ লক্ষ স্নাতক পাশ ২ বছরের জন্য মাসে ১ হাজার টাকা করে পাবেন।
বিহারে জন নায়ক কার্পুরী ঠাকুর স্কিল ইউনিভার্সিটির উদ্বোধন করবেন মোদী। যার লক্ষ্য শিল্প-ভিত্তিক কোর্স এবং বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে যুব সমাজকে শিল্প ক্ষেত্রে কাজের জন্য প্রস্তুত করা। বিহারের চারটি বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ও রিসার্চের জন্য নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিন ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০০টি নবোদয় বিদ্যালয় এবং ২০০টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ১২০০ ভোকেশনাল স্কিল ল্যাবের উদ্বোধন করবেন। এই ল্যাবগুলিতে তথ্যপ্রযুক্তি, মোটরগাড়ি, কৃষি, ইলেকট্রনিক্স, লজিস্টিকস এবং পর্যটনের মতো ১২টি ক্ষেত্রে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ পাবে। এতে তাদের ভবিষ্যতে এইসব ক্ষেত্রে কাজের সুযোগ বাড়বে। বিজ্ঞান ভবনে কৌশল দীক্ষান্ত সমারোহেরও আয়োজন করা হবে। সেখানে আইটিআই শীর্ষ স্থানাধিকারীদের সংবর্ধিত করবেন প্রধানমন্ত্রী।