পাটনা, ৬ অক্টোবর: বিহারে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগেই আসন বন্টন নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি ও তাঁদের শরিক দল। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যেই বিহারে এনডিএ-র তিনটি প্রধান দলের সঙ্গে বৈঠক করেছেন। সবার আগে জেডিইউ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী লাল্লন সিংয়ের বৈঠক করেন ধর্মেন্দ্র প্রধান। এছাড়াও হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান জিতেন রাম মাঝি ও রাষ্ট্রীয় লোক সমতা পার্টির উপেন্দ্র কুশওয়াহার সঙ্গেও আসন বন্টন নিয়ে বৈঠক করেন ধর্মেন্দ্র প্রধান। উল্লেখ্য, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে সোমবার। এদিন বিকেল চারটে নাগাদ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে বিহারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন।