কলকাতা, ২১ জানুয়ারি : রবিবার উত্তরপূর্ব ভারতের তিন রাজ্য মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে তিন রাজ্যের রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিন রাজ্যবাসীকে উদ্দেশ্য করে অভিষেক লেখেন, ''আমি মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরার ভাই ও বোনদের তাদের রাজ্য দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের সঙ্গে যোগাযোগ তৈরি হওয়া আমার কাছে আশীর্বাদের সমান। আপনাদের রাজ্যের শান্তি, অগ্রগতি এবং উন্নয়নের সাধনায় সাফল্য ও পরিপূর্ণতা কামনা করছি!'' উল্লেখ্য, এই তিন রাজ্যে তৃণমূলের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এক সময় দায়িত্ব ভার নিয়েছিলেন অভিষেক। সেই সূত্রেই সেখানকার মানুষের সঙ্গে গভীর যোগযোগ গড়ে ওঠে।