কলম্বো, ৩ অক্টোবর: মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বোলিং ও ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়ে জয় পেল বাংলাদেশ। কলম্বোতে বৃহস্পতিবার পাকিস্তানকে ৭ উইকেটে হারাল নিগার সুলতানা জ্যোতিরা। ১৩০ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় লাল সবুজরা। দলকে বড় জয় এনে দেওয়ার পথে ৫৪ রানে অপরাজিত ছিলেন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলা রুবাইয়া হায়দার। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ফাতিমা সানা, ডায়ানা বাইগ ও রামিন শামীম।
পাকিস্তানের হয়ে ৩৯ বল মোকাবিলায় সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামীম। ৩৩ বলে ২২ রান করেন অধিনায়ক ফাতিমা সানা। বল হাতে নিয়ে টাইগ্রেস বোলারদের ছয় জনের সবাই উইকেট তুলে নেন। ৩.৩ ওভার বল করে ৩ মেডেন দিয়ে মাত্র ৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন স্বর্ণা আক্তার। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে জ্যোতিরা। এবারের আসরে সব দলই একে অপরের মুখোমুখি হবে। আসরে বাকি ৬ ম্যাচ টাইগ্রেসরা খেলবে ভারতের মাটিতে। গ্রুপর্বের সেরা চার দল টিকিট পাবে সেমিফাইনালের।