Game

1 hour ago

India A vs Australia A: শুক্রবার ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ, দ্বিতীয় ওয়ানডে লাইভ স্ট্রিমিং তথ্য

IND A vs AUS A; Abhishek Sharma will be in action in the second unofficial ODI in Kanpur today
IND A vs AUS A; Abhishek Sharma will be in action in the second unofficial ODI in Kanpur today

 

কানপুর, ৩ অক্টোবর  : শুক্রবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে তিনটি একদিনের ম্যাচের দ্বিতীয়টিতে ভারত 'এ' দল অস্ট্রেলিয়া 'এ' দলের মুখোমুখি হবে । প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে ১৭১ রানের বিশাল জয়ের পর ভারত 'এ' সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে।

লাইভ স্ট্রিমিং তথ্য :

**ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দ্বিতীয় একদিনের ম্যাচটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

**ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে। টস হবে ভারতীয় সময় দুপুর ১ টায়।

**ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দ্বিতীয় একদিনের ম্যাচটি ভারতের টেলিভিশনে সম্প্রচারিত হবে না।

You might also like!