কলকাতা, ৩০ মার্চ: বসন্তকাল শেষ হতে এখনও বেশ কিছু দিন বাকি, এরইমধ্যে গ্রীষ্মের গরম শুরু হয়ে গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। বৈশাখ শুরুর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। তবে, একই সঙ্গে রাজ্যের কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। আশঙ্কার কথা জানিয়ে পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, বৈশাখের আগে কলকাতার আবহাওয়াও খুব একটা মনোরম থাকবে না। এপ্রিলের শুরুতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে।
গরম বাড়লেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার কারণে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তা থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আসছে। কিন্তু বৃষ্টি হলেও গরম কমবে না।