kolkata

1 year ago

Fire Kolkata School Hostel :তালতলায় একটি স্কুলে আগুন, হস্টেল থেকে দ্রুত বাইরে নিয়ে আসা হয় পড়ুয়াদের

Fire Kolkata School Hostel
Fire Kolkata School Hostel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে তালতলায় একটি স্কুলে আগুন লাগে। লি মেমোরিয়াল স্কুলে ক্লাস চলছিল। পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ক্লাস। হস্টেল থেকে বাইরে বার করে নিয়ে আসা হয় পড়ুয়াদের।

স্কুলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। জানা গেছে হস্টেলের একটি ঘরে প্রথম আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ঘরেও। তখন পুরোদস্তুর ক্লাস চলছিল। আচমকা আগুন লাগায় হুড়োহুড়ি পড়ে যায়। ক্লাস বন্ধ হয়ে যায়। পড়ুয়াদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। হস্টেল থেকেও সবাইকে বাইরে বের করে আনা হয়।

স্কুলের এক শিক্ষক জানান, বেলা ১২টা নাগাদ ক্লাস চলছিল। আচমকাই লাগোয়া হস্টেল থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। এই হস্টেলে অবশ্য স্কুলের পড়ুয়ারা নন, থাকেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আগুন নজরে আসতেই তড়িঘড়ি তাঁদের বের করে আনা হয়। স্কুলের ক্লাসও বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দুই ছাত্রী জানান, বিশেষ কাজে তাঁরা বাইরে বেরিয়েছিলেন। আগুন লাগার খবর পেয়ে হস্টেলে ছুটে আসেন। এসে দ্যাখেন জামা-কাপড়-ল্যাপটপ সমস্ত পুড়ে গেছে। কিছুই আর অবশিষ্ট নেই। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে কোনও বৈদ্যুতিন সামগ্রী থেকেও আগুন লাগতে পারে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।


You might also like!