International

1 year ago

Hamas attack on Israel: হামাস জঙ্গিদের হামলায় ইজরায়েলে মৃত্যু ৩০০-র বেশি, আহতের সংখ্যা কমপক্ষে ১,৫৯০

Hamas attack on Israel (Collected)
Hamas attack on Israel (Collected)

 

গাজা, ৮ অক্টোবর : হামাস জঙ্গিদের হামলায় রক্তবন্যা বইছে ইজরায়েলে। এখনও পর্যন্ত ৩০০-র বেশি ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে এবং অন্তত ১,৫৯০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্স মাধ্যমে ফের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, "যে সব জায়গায় হামাস মোতায়েন রয়েছে, লুকিয়ে আছে সেই খারাপ শহর, আমরা সেগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করব। আমি গাজার বাসিন্দাদের বলছি, এখনই চলে যান, কারণ আমরা সর্বত্র অভিযান চালাব।"

যুদ্ধ ঘোষণার পরেই শুরু হয়ে গেল লড়াই। শনিবার দুপুরে ইজরায়েল সরকার ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণার পরেই গাজা ভূখণ্ডের প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের একাধিক ঠিকানায় শুরু হয়েছে বিমান হামলা। ‘জবাব’ দিয়েছে হামাসও। গাজার সীমানা পেরিয়ে কয়েকশো প্যালেস্তেনীয় যোদ্ধা শনিবারই ঢুকে পড়েছে ইজরায়েলের ভূখণ্ডে। পাশাপাশি, নতুন করে রকেট হামলা চালানো হয়েছে।


You might also like!