Game

1 day ago

AFC U-23 Asian Cup 2026: বুধবার এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে ভারত বাহরাইনের মুখোমুখি

AFC U-23 Asian Cup 2026
AFC U-23 Asian Cup 2026

 

দোহা, ৩ সেপ্টেম্বর : ভারতীয় পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল বুধবার দোহার সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে রাত ৮:৪৫ মিনিটে তাদের এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বের গ্রুপ এইচ-এর উদ্বোধনী ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে। প্রধান কোচ নওশাদ মুসা ভারতকে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য চেষ্টা করছেন। আগের ছয়টি প্রচেষ্টায় ভারত কোয়ালিফাই করতে পারেনি। তাই মুসা এবং তার তরুণ খেলোয়াড়রা কাতারের রাজধানীতে ইতিহাস তৈরির জন্য লড়াই করবে। গ্রুপ এইচ-এর অন্য দুটি দল হল স্বাগতিক কাতার এবং ব্রুনাই দারুসসালাম। ১১টি গ্রুপের মধ্যে গ্রুপ বিজয়ী এবং চারটি সেরা রানার্সআপ ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করবে।

You might also like!