kolkata

4 hours ago

WB assembly: মোদি, শাহ, বিজেপি চোর’, মুখ্যমন্ত্রীর এমন স্লোগানে সরগরম বিধানসভা!

WB CM Mamata Banerjee
WB CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘বাঙালি হেনস্তা’ ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে অভূতপূর্ব উত্তেজনা দেখা দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, এই উত্তেজনার মধ্যেই খোদ বিজেপি বিধায়করাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চোর’ বলেছেন। তিনি তাদের এই ধরনের মন্তব্য করতে বারণ করেন এবং বলেন, “লজ্জা করে না, নিজেদের নেতাকে চোর বলছেন।”

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করা মাত্রই বাধা দেয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন, বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দেন। তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি। পরিবর্তে চিৎকার করতে শুরু করেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে শুরু হয় হই হট্টগোল। দীর্ঘক্ষণ হই হট্টগোলের পর শংকর ঘোষকে সাসপেন্ড করা হয়। মার্শাল ডেকে বের করে দেওয়া হয় তাঁকে। এরপর অগ্নিমিত্রা পলকেও সাসপেন্ড করা হয়।

বিধানসভায় অশান্তির মাঝে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন। ‘চোর’ স্লোগান দেন মমতা। বলেন, “মোদি চোর। বিজেপি চোর। ভোট চোরের দল তোমরা। তোমরা মানুষকে অত্যাচারের দল। লুটেরার দল। দেশের পরিবর্তন চাই। বিজেপি হঠাও, দেশ বাঁচাও। তোমাদের জিরো করে দেব। দেশ বিক্রি করে দিয়েছ, লজ্জা করে না।” বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে মমতা বলেন, “আগে যারা তৃণমূল করত তারা এখন মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে। আমায় কিছু বলতে হবে না, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। এরা অগণতান্ত্রিক একটা দল।” এদিকে, এই হট্টগোলের মাঝে বিজেপি বিধায়করা মোদিকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেয় বলে অভিযোগ। মমতার কথায়, “আপনারা চোর, চোর বলতে বলতে মোদি চোর বলে ফেলছেন। এটা বলবেন না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। লজ্জা করে না নিজেদের নেতাকে চোর বলছেন।” মমতা বলেন, “সব হারবে। আর হেরে গেলে ওই হাততালিটা আপনার প্রতিবেশী, স্ত্রী, ছেলেমেয়েরা আপনাদের দেবে।” এখনও বিধানসভার ভিতরে চলছে জোর হই হট্টগোল।


You might also like!