Game

2 hours ago

Smriti Mandhana's idea becomes reality: বিশাখাপত্তনম ক্রিকেট স্টেডিয়ামে মিতালি রাজ, রবি কল্পনার নামে স্ট্যান্ডের নামকরণ

Mithali Raj with the Women's World Cup
Mithali Raj with the Women's World Cup

 

বিশাখাপত্তনম, ৭ অক্টোবর : ২০২৫ সালের হাই-ভোল্টেজ ভারত-অস্ট্রেলিয়া মহিলা ওয়ানডে বিশ্বকাপ ম্যাচের আগে, অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) ১২ অক্টোবর, রবিবার বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে মিতালি রাজ স্ট্যান্ড এবং রবি কল্পনা স্ট্যান্ড উদ্বোধন করবে। স্টেডিয়ামে মহিলা ক্রিকেটারদের প্রতি এটিই প্রথম শ্রদ্ধাঞ্জলি বলে জানা যাচ্ছে। ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানা অন্ধ্রপ্রদেশের আইটি মন্ত্রী নারা লোকেশকে ভাইজাগ ক্রিকেট স্টেডিয়ামের দুটি স্ট্যান্ডের নাম মিতালি এবং রাভির নামে রাখার পরামর্শ দেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

You might also like!