কলকাতা, ৫ অক্টোবর : আর্জেন্টিনার সাফল্যের দিনে ব্রাজিলের যুবারা অনূর্ধ্ব ২০ যুব বিশ্বকাপ থেকে বিদায় নিল। গ্রুপ পর্বের সব কটি ম্যাচ জিতে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে গেল মেসির উত্তরসূরিরা। রবিবার ভোরে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়ে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের শেষ ১৬তে পা রেখেছে আর্জেন্টিনা। একই দিন স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে ব্রাজিল। আগের দুই ম্যাচে কিউবা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আর্জেন্টিনা পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছিল। এদিন পুরো ম্যাচে বল দখলে আধিপত্য দেখিয়েছে তারা। ইতালির বিপক্ষে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় গোলে । যদিও একটি মাত্র শট ছিল লক্ষ্যে। একমাত্র গোলটি আসে ৭৪ মিনিটে। গোলটি করেন ডিফেন্ডার গোরোসিতো। এই এক গোলেই ৩ পয়েন্ট আদায় করে নেয় তারা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গেল পরের পর্বে।
অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয়শূন্য থাকার জন্য আজ ব্রাজিলের জয়ের দরকার ছিল l স্পেনের বিপক্ষে তাদের লড়াইটা ছিল বাঁচা-মরার। সেলেসাওরা শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জিততে পারলে শেষ ১৬তে যেতে পারত। এদিন অবশ্য লড়াইটাও কম করেনি তারা। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। স্পেন এর কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো l আর ১-০ গোলের জয় নিয়ে শেষ ষোলোর টিকিট পায় স্পেনের যুবারা। আর ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নেয় ব্রাজিলের যুবারা।