প্যারিস: অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে সেমিফাইনালে গেল ফ্রান্স। গতকাল রাতে স্টেড মাটমুট আটলান্টিক স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক ফ্রান্স। কাতার বিশ্বকাপে হারের পর আর্জেন্টিনার কাছে অনেক বিদ্রুপের শিকার হতে হয়েছে ফ্রান্সকে। ম্যাচের ৫ মিনিটে মাতেতার গোলে তারই জবাব অলিম্পিকে দিল স্বাগতিক ফ্রান্স।এরপর সারা ম্যাচে সময় পেয়েও আর্জেন্টিনা গোল করতে পারেনি। পুরো ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রেখেছিল ৭০ শতাংশ সময়। আর্জেন্টিনা শট নিয়েছিল ১৬টি, এবং ১০টি শট নিয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর। ফ্রান্স মিশরের সঙ্গে সেমি ফাইনালে খেলবে।