Game

1 month ago

Cricket Milestone:জো রুট ভারতের বিরুদ্ধে ৩ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান হলেন

Joe Root 3000 runs vs India,
Joe Root 3000 runs vs India,

 

লন্ডন, ১১ জুলাই : বৃহস্পতিবার লর্ডসে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টেস্টে ৩ হাজার বা তার বেশি রান করা প্রথম ব্যাটসম্যান হিসেবে জো রুট রেকর্ড গড়লেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক দলের বিপক্ষে তার ৬০তম ইনিংসে এই মাইলফলক অতিক্রম করেন। এই ইনিংসে তিনি তার ১৩তম অর্ধশতরান হাঁকান। ভারতের বিপক্ষে রুটের ১০টি শতক রয়েছে এবং গড়ে ৫৭-রও বেশি।

ভারতের বিপক্ষে তাঁর সর্বোচ্চ, ২১৮ রান, ২০২১ সালে ইংল্যান্ডের ভারত সফরের সময় চেন্নাইতে এসেছিল। ভারতের বিপক্ষে রিকি পন্টিংয়ের সেরা রেকর্ড রয়েছে, তিনি ৫১ ইনিংসে ৫৪ গড়ে ২,৫৫৫ রান করেছেন।

You might also like!