Country

5 hours ago

Kalimpong accident: কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার পথে গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৪ জনের

Injured being admitted to a hospital after a car accident in Kalimpong
Injured being admitted to a hospital after a car accident in Kalimpong

 

গ্যাংটক, ৪ অক্টোবর  : কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার পথে গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হল ৪ জনের। জখম আরও ৩ জন। শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লি কিরণি এলাকায়। জানা গিয়েছে, যাত্রী বোঝাই করে গাড়িটি পাথরঝোরা থেকে গ্যাংটক যাচ্ছিল। যাওয়ার পথে কালিম্পং থানা এলাকার ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লি কিরণি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ৫০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে খবর।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতেরা হলেন গাড়ির চালক কমল সুব্বা, সমীর সুব্বা, জানুকা দর্জি এবং নীতা গুরুং। এরা প্রত্যেকেই বোজোঝাড়ি এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন সুনীতা থাপা, সান্দ্রিয়া রাই এবং সামিউল দর্জি। হতাহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে মেল্লি সিকিম হাসপাতালে। সেখানেই আহতদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অপরদিক থেকে আসা অন্য একটি গাড়ির জোরাল আলোর ফলে এই অঘটন ঘটে। যদিও পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!