Game

2 months ago

FIFA World Cup 2026 Qualifiers: কলম্বিয়ার সঙ্গে ড্র করল আর্জেন্টিনা

World Cup 2026 CONMEBOL Qualifiers, Argentina vs Colombia
World Cup 2026 CONMEBOL Qualifiers, Argentina vs Colombia

 

বুয়েনস আইরেস, ১১ জুন : বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূল পর্বে চলে গেছে আর্জেন্টিনা। আজকের কলম্বিয়া ম্যাচ ছিল নিয়ম রক্ষায়। এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ১০ জনের আর্জেন্টিনা। ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে সমতায় ফেরান আলমাদা। ম্যাচের ৭০ মিনিটে কলম্বিয়ার এক ফুটবলারকে মাথায় লাথি মারার জন্য লাল কার্ড দেখতে হয় এঞ্জো ফার্নান্দেজকে। বুয়েনস আইরেসে এই বাছাই পর্বের ম্যাচে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনারই। তবে ম্যাচের ২৪ মিনিটে দারুণ এক গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইজ দিয়াজ। ডি-বক্সের ভেতরে আর্জেন্টিনার তিন ফুটবলারকে কাটিয়ে গোল করেন এই উইঙ্গার।

প্রথমার্ধের চেষ্টা করেও গোল পায়নি মেসি-আলভারেজরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আরও ধার বাড়ায় মেসিরা। কয়েকটা সহজ সুযোগ এলেও নষ্ট করে আর্জেন্টিনা। মেসির একটি ফ্রি কিকও দুর্দান্তভাবে সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক কেভিন মিয়ার। অবশেষে ৮১ মিনিটে গোল আসে আর্জেন্টিনার। আর্জেন্টিনাকে সমতায় ফেরান আলমাদা। এরপর দুই দলই চেষ্টা করে গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলম্বিয়া।

You might also like!