গঙ্গাসাগর(দক্ষিণ ২৪ পরগনা), ৫ ফেব্রুয়ারি : আজ রবিবার মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমা উপলক্ষ্যে প্রায় লক্ষধিক পুণ্যার্থীর সমাগম গঙ্গাসাগরে। ইতিমধ্যে শনিবার বিকেল থেকে কাকদ্বীপের লট নং আট ও কচুবেড়িয়া থেকে হাজার হাজার পুণ্যার্থীর স্রোত সাগরমুখী। আজ সকাল থেকে গঙ্গা স্নান করতে মানুষের ঢল নেমেছে গঙ্গাসাগররে সমুদ্র সৈকত। এই তিথি উপলক্ষ্যে মেলার মাঠে বিশেষ পরিকাঠামো তৈরী করেছে জেলা প্রশাসন। জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পক্ষ থেকে পানীয় জল ও ভ্রাম্যমান শৌচাগার তৈরী করা হয়েছে। কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ভেসেলের সংখ্যা বাড়ানো হয়েছে। কচুবেড়িয়া থেকে মেলামাঠে যাওয়ার জন্য অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। নিরাপাত্তার কারণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে সাগরে ঢোকার বিভিন্ন পয়েন্টে। সুন্দরবন পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত আছেন। সমুদ্রতটে থাকবে সিভিল ডিফেন্সের কর্মীরা। মূলত মকর সংক্রান্তিতে সাগরমেলার পরেই সবচেয়ে বেশী পুণ্যার্থী আসেন এই তিথিতে। এই মুহূর্তে গঙ্গাসাগর সমুদ্র তট পরিপূর্ণ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ পূর্ণার্থী সমাগমে।