Festival and celebrations

2 years ago

Belur: রীতি মেনে বেলুড়ের সারদা পীঠে শুরু দশমীর পুজো

Sarda Peeth of Belur according to tradition happned   Dashami Mahapuja
Sarda Peeth of Belur according to tradition happned Dashami Mahapuja

 

কলকাতা, ৩ নভেম্বর  : বেলুড়ের সারদা পীঠে সপ্তমী, অষ্টমী এবং নবমী তিন তিথির পুজো হয়েছে। বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর দশমী। রীতি ও ঐতিহ্য মেনে এদিন সকাল থেকেই বেলুড়ের সারদা পীঠে শুরু হয়েছে দশমীর পুজো। পুজো শেষে দর্পণে বিসর্জন হবে। এরপর এদিন সন্ধেয় ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হবে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার রীতি মেনে বেলুড়ে জগদ্ধাত্রী পুজো হয়। সেই রীতি অনুযায়ী, গতকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয় সারদা পীঠে। পাশাপাশি গতকালই সন্ধেয় মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়। পুজো উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে।

You might also like!