Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2023:জোরকদমে চলছে বার্লিনে বাঙালিদের পুজোর প্রস্তুতি

Preparations for the Bengali Puja in Berlin are going on in full swing
Preparations for the Bengali Puja in Berlin are going on in full swing

 

বার্লিন, ১৩ অক্টোবর : হাতে আর মাত্র কয়েকদিন বাকি। সারা বাংলায় জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। বেশিরভাগ জায়গাতেই প্রস্ততি প্রায় শেষের দিকে। বাংলার আকাশে পুরোদস্তর শরতের আমেজ। দেশেরও নানা জায়গায় চলছে প্রস্তুতি। দেশের সীমান্ত পেরিয়ে পুজো প্রস্তুতি বিদেশের মাটিতেও।

অনেকের মনেই প্রশ্ন থাকে, খাঁটি বাঙালি সংস্কৃতির দুর্গাপুজো কি বিদেশের মাটিতে পাওয়া যাবে? সেই সন্দেহ মিটিয়ে দিতে পারে জার্মানির বার্লিনের এই দুর্গাপুজো। আয়োজক বার্লিনের প্রবাসী বাঙালিদের একটি অলাভজনক সংগঠন। ২০২০ সালে তৈরি হয় এই সংস্থা। সংগঠনটির সদস্য সংখ্যা ১৪০।

বার্লিন সর্বজনীন দুর্গোৎসবের ব্যানারে আয়োজিত হচ্ছে দুর্গাপুজো পুজো। নিয়ম মেনে ২০ থেকে ২৪ অক্টোবর হতে চলেছে দেবী দুর্গার আবাহন। বার্লিনের হ্য়াসেনহেইডের শ্রী গণেশ মন্দিরে আয়োজিত হবে এই দুর্গাপুজো। বিদেশের মাটিতে দুর্গাপুজো, কিন্তু তা হচ্ছে সব নিয়ম মেনেই। পঞ্জিকামতে সব নিয়ম মেনেই পূজিতা হবেন দেবী দুর্গা। সঙ্গে উৎসবের আবহও এক্কেবারে বাংলার মতোই। রীতি-নীতি থেকে প্রথা সবকিছুই পালিত হবে অক্ষরে অক্ষরে।

জার্মানিতে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূত পি হরিশ উদ্বোধন করবেন এই পুজোর। অনেক সময়েই বিদেশের দুর্গাপুজো সপ্তাহান্তে আয়োজিত হয়। ছুটি মেলে না, আরও নানা অসুবিধার কারণে অনেকসময় দিনের সংখ্যাও কমিয়ে আনা হয়। কিন্তু বার্লিন সর্বজনীন দুর্গোৎসবে তেমনটা হবে না। নিয়ম মেনে পাঁচ দিন ধরে মহাসমারোহে চলবে দুর্গাপুজো।

থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এক এক দিনের জন্য এক একরকম থিম বেছে নেওয়া হয়েছে। সেইমতোই চলছে প্রস্তুতিও। বাঙালির দুর্গাপুজো হলেও দরজা খোলা রয়েছে সবার জন্য। পুজোর কটাদিন এখানে ভিড় জমান দেশ-ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু বাসিন্দা।

বাঙালির উৎসবে খাওয়া-দাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটাও থাকছে এই পুজোয়। ভারতীয় মহিলা উদ্যোগপতিরাই ব্যবস্থা করছেন ফুড ফেস্টিভ্যালের। অন্তত ১০ হাজার দর্শনার্থী পুজোর কদিন এখানে আসবেন বলেই মনে করছে আয়োজকরা।


You might also like!