Festival and celebrations

2 years ago

বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু কলকাতার তিন বাজিবাজার

Baji Bazar at Kolkata
Baji Bazar at Kolkata

 


কলকাতা, ২০ অক্টোবর  : শহরের তিনটি আতশবাজি বাজার বৃহস্পতিবার দুপুরের মধ্যে রাজ্যের বিদ্যুৎ অধিদফতর এবং কলকাতা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার আশা করছে। যাতে স্টলগুলি সন্ধ্যা থেকে বাজি বিক্রি শুরু করতে পারে। শুক্রবার থেকে তিনটি বাজিবাজারে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

টালা বাজি বাজারের সম্পাদক শুভঙ্কর মান্না বৃহস্পতিবার সকালে বলেন, “সমস্ত পরিদর্শন সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা এখনও ফায়ার লাইসেন্স ও পুলিশের অনুমতি পাইনি। যে বিকেলের মধ্যে সর্বশেষ আসা উচিত. সন্ধ্যা সাড়ে ৬টায় বাজার উদ্বোধন করব। সিইএসসি সংযোগ না দিলেও বুধবার সন্ধ্যা থেকে ক্রেতাদের ঢল নামে। এটা খুবই উৎসাহব্যঞ্জক। আমরা আশা করি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যখন আনুষ্ঠানিকভাবে বাজার খুলবে তখন থেকে গ্রাহক সংখ্যা বাড়বে”৷ টালা আতশবাজি বাজারে আছে ৪৪ টি স্টল। এটি শহরের বৃহত্তম বাজিবাজার। অনেক আতশবাজি ব্যবসায়ী যারা ময়দানের বাজি বাজারে স্টল স্থাপন করতেন তারা সেখানে স্টল নিয়েছেন। কারণ বাজারে অনুমোদিত সবুজ পটকার স্বল্পতার কারণে ময়দানে বাজার হয়নি। বেহালা এবং কালিকাপুর শহরের অন্য দুটি বাজি বাজারে যথাক্রমে ১৪টিএবং ১১টি আতশবাজির স্টল রয়েছে। ২০১৯ সালে যখন শেষ আতশবাজি বাজার হয়েছিল তখন স্টলের সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। ২০২০ এবং ২০২১ সালে, মহামারীর কারণে আতশবাজি আনুষ্ঠানিকভাবে বিক্রি করা হয়নি। উভয় বাজারেই, রাজ্য বিদ্যুৎ অধিদফতরের নিয়মগুলি পূরণ করা সবচেয়ে বড় বাধা বলে মনে হয়েছিল। বেহালা বাজি বাজারের বাজার সম্পাদক অমিতাভ ব্যানার্জি জানিয়েছেন “অধিদফতর থেকে না এগোলে, আমরা সিইএসসি সংযোগ পেতে পারি না। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উদ্বোধন হওয়ার কথা। আমরা জেনারেটরগুলিকে প্রস্তুত রেখেছি” । 


You might also like!