Entertainment

5 hours ago

Ananya Banerjee- Abir Chatterjee:‘রক্তবীজ ২’ নিয়ে সরাসরি মন্তব্য, অনন্যা জানালেন আবীর নয়, রাজনীতি আছে

Ananya Banerjee- Abir Chatterjee
Ananya Banerjee- Abir Chatterjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দক্ষিণ কলকাতার জনপ্রিয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের প্রতি নেশা নতুন নয়। বড় ও ছোট পর্দায় প্রায়ই তাকে দেখা যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। পুজোর সময়ে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রক্তবীজ ২’-তে তিনি পর্দায় উপস্থিত হয়েছেন তৃতীয়বারের মতো পুলিশ অফিসারের চরিত্রে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় অনন্যা এবার গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট হিসেবে। তাঁর সহকর্মী ও ‘বস্’ হিসেবে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়ক, আর অনন্যা চরিত্রের নাম ‘রিয়া’।

প্রসঙ্গ তুলতেই অনন্যা হেসে ফেলে আনন্দবাজার ডট কমকে বললেন, “আমার মধ্যে পরিচালকেরা পুলিশ অফিসারের ছায়া দেখতে পান। কেন পান? নিজেই বুঝি না!”

অনন্যার অভিনয়ের বয়স বেশি নয়। এ দিকে টলিপাড়ায় গুঞ্জন, তাঁকে অভিনয়ে নিলে নাকি নন্দনে সেই ছবি জায়গা পাবেই। সত্যিই কি এ রকম কিছু ঘটছে? আর একপ্রস্থ হাসি। পাল্টা প্রশ্নও তুললেন, “তা-ই যদি হবে, তা হলে আমার অভিনয়ে আসার আগের ছবিগুলো কী করে নন্দনে দেখানো হয়েছে?” তাঁর মতে, এ রকম কিছুই নয়। নন্দনে ছবি দেখানো হবে কি না, সেটা ছবির মানের উপরে নির্ভর করে।

অনন্যা বড়পর্দায় প্রথম পা রাখেন দেবের ‘প্রধান’ ছবির মাধ্যমে। সেখানেই প্রথম তিনি পুলিশ আধিকারিক হয়েছিলেন। মাঝে ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’তেও তাঁকে একই ভূমিকায় দেখা যায়! ‘রক্তবীজ ২’-এ রাজনীতিবিদ-অভিনেতার অভিনয়ের নেপথ্য কারণ যদিও অভিনব। তাঁর কথায়, “সাল ২০১২। তদানীন্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ হয়েছিল। অনেকটা সময় নিয়ে রাষ্ট্রপতি ভবন দেখেছিলাম সে দিন। ওঁর আপ্তসহায়ক নিজে সবটা ঘুরিয়ে দেখিয়েছিলেন।” তাই ‘রক্তবীজ ২’-এ অভিনয়ের প্রস্তাব আসতেই তিনি সানন্দে রাজি। এ ছাড়া, নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’র প্রচারেও নানা ভাবে ছিলেন তিনি। “ওঁদের সঙ্গে পরিচিতি অনেক দিনের। এ বার কাজের সুযোগ হল”, বক্তব্য অনন্যার।

বাংলার প্রায় সব নায়িকা যাঁকে বিপরীতে পেতে চান, সেই আবীরকে কেমন দেখলেন? ফের জোরে হাসি। অনন্যার কথায়, “আবীরকে ঘিরে আমার ‘ফ্যান্টাসি’ আছে কি না জানতে চাইছেন? রাজনীতি করায় এত কাছ থেকে বাস্তব দেখেছি, যে কাউকে নিয়েই আর ওই বিশেষ অনুভূতি নেই।” দম নিয়ে ফের যোগ করলেন, তার থেকেও তিনি নজর করেছিলেন, ইউনিটের বাকিদের সঙ্গে নায়কের ব্যবহার কেমন। কিংবা তাঁর শট একবারে ‘ওকে’ হয় কি না। এই দুই বিষয়ে তাঁর কী পর্যবেক্ষণ? অনন্যা অকপট, নায়কের কোনও তারকাসুলভ আচরণ নেই। সকলের সঙ্গে সমান ভাবে মেশেন। যে কোনও ব্যাপারে সহযোগিতার চেষ্টাও করেন। হাসতে হাসতে বললেন, “আবীর আমার নির্বাচনী কেন্দ্রের বাসিন্দা। শুটিংয়ের ফাঁকে জানতে চেয়েছি, ভোটটা আমাকেই দেন তো? শুনে জোরে হেসেছেন তিনি।”

সদ্য শেষ হওয়া ‘রক্তবীজ ২’-এর শুটিং থেকে ফিরে অনন্যা বন্দ্যোপাধ্যায় জানালেন তার অভিজ্ঞতার গল্প। শট দিতে গিয়ে আছাড় খেয়েছেন কি না—কণ্ঠস্বরে খুশির ছোঁয়া নিয়ে তিনি বললেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি সফল হয়েছেন। “নন্দিতাদির থেকে শিবু বেশি খুঁতখুঁতে। আবীর তার থেকেও বেশি। একবারে শট ‘ওকে’ হলেও নিখুঁত শটের কারণে একাধিক বার শট দিতে হয়েছে। আমি প্রতিবারই সেগুলো করতে পেরেছি।” শুটিং করতে করতে তিনি নন্দিতার দাপটও চোখে দেখেছেন। “ইন্ডাস্ট্রিতে মহিলা পরিচালকের সংখ্যা তুলনামূলকভাবে কম। সেখানে নন্দিতাদি নিজের মতো করে কাজ করছেন। তা দেখে শেখার অনেক কিছু আছে”, যোগ করেন অনন্যা।

You might also like!