কিভ, ৭ সেপ্টেম্বর : রাশিয়ার ড্রোন হামলায় শনিবার ইউক্রেনের রাজধানী কিভে মৃত্যু হয়েছে অন্তত দু'জনের। তাদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার কিভ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের দেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ১১ জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন কিভের মন্ত্রিসভা ভবনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে সরাসরি আঘাত লেগেছে কি না, তা স্পষ্ট নয়। এই ভবনেই ইউক্রেনের মন্ত্রীরা কাজ করেন। গত দু'সপ্তাহে এটি কিভে দ্বিতীয় বৃহৎ রুশ ড্রোন হামলা।