Game

1 day ago

English Football League: ইংলিশ ফুটবল, এদেরসনকে ছেড়ে দিয়ে দোন্নারুম্মাকে নিল ম্যানচেস্টার সিটি

Gianluigi Donnarumma has joined Manchester City
Gianluigi Donnarumma has joined Manchester City

 

ম্যানচেস্টার, ৩ সেপ্টেম্বর : এদেরসনকে ছেড়ে দিয়ে দোন্নারুম্মাকে নিল ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, দোন্নারুম্মাকে কিনতে তিন কোটি পাউন্ড খরচ করেছে প্রিমিয়ার লিগের প্রাক্তন চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টার সিটি মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে দোন্নারুম্মার যোগ দেওয়ার খবরটি জানিয়েছে। তাঁর সঙ্গে প্রিমিয়ার লিগের প্রাক্তন চ্যাম্পিয়নদের চুক্তির মেয়াদ পাঁচ বছরের। তবে তাঁর ট্রান্সফার ফির বিষয়ে কোনও পক্ষ থেকে কিছু বলা হয়নি।

২০২১ সালে ইতালির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে অসাধারণ অবদান রাখেন দোন্নারুম্মা। এরপরই এসি মিলান ছেড়ে পিএসজিতে পাড়ি জমান তিনি। চার বছরে পিএসজির হয়ে জানলুইজি দোন্নারুম্মা অনেক সাফল্যের নায়ক। কিন্তু নতুন মরসুম শুরু থেকে কোনও কিছু কারণে তাঁর ওপর থেকে কোচ লুইস এনরিকের আস্থা উঠে যায়। ফলে দলে জায়গাও হারান তিনি। এরপর থেকে তাঁর ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। সেটাই এবার আনুষ্ঠানিক রূপ পেল।

You might also like!