Country

1 month ago

Parliament Update:২১ জুলাই থেকে শুরু বাদল অধিবেশন, ১২ থেকে ১৮ আগস্ট বিরতি

parliamentary session 2025
parliamentary session 2025

 

নয়াদিল্লি, ২০ জুলাই : সংসদে ২১ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। বর্ষাকালীন অধিবেশনে ৮টি বিল থাকতে পারে আলোচ্য সূচিতে। ২১ জুলাই থেকে শুরু হয়ে, ২১ আগস্ট পর্যন্ত সংসদে বাদল অধিবেশন চলবে। ২১টি অধিবেশন হবে। মাঝে ১২ থেকে ১৮ আগস্ট বিরতি থাকবে।

রাজনৈতিক মহলের মতে, বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক হতে পারে সংসদে। এই বিষয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস এবং আরজেডি। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। প্রতিদিন লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসবে বেলা এগারোটা থেকে। পহেলগাম হামলা, তার পরবর্তীতে অপারেশন সিঁদুর নিয়েও আলোচনা হতে পারে সংসদের বাদল অধিবেশনে।

You might also like!