বিলাসপুর, ৮ অক্টোবর : মঙ্গলবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের বিলাসপুরে বালুরঘাট এলাকায় ভয়াবহ ধসের নীচে চাপা পড়ে একটি বেসরকারি বাস। মঙ্গলবারের সেই ঘটনার পরে বুধবার সকালে এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে। এনডিআরএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট করম সিং বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা ৬.৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ওই বাসে ১৮ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যে ১৫ জনের দেহ উদ্ধার হয়েছে। ২ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা যেতে পারে বলে আশা করা হচ্ছে। আরও একজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। আমরা সেই ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চালিয়ে যাব।’