নয়াদিল্লি, ৭ অক্টোব: ফের আবহাওয়ার পরিবর্তন রাজধানী দিল্লিতে। সোমবার রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল দিল্লি-এনসিআর। বৃষ্টির সৌজন্যে অস্বস্তিকর গরম থেকে সতেজ হয়ে উঠেছে রাজধানী। ঘর্মাক্ত গরম থেকে মুক্তি পেয়েছে দিল্লি, পাশাপাশি তাপমাত্রাও কিছুটা কমেছে। ইন্ডিয়া গেট, ধৌলা কুয়া, নয়ডার সেক্টর ১১৫-তেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির পাশাপাশি দিল্লি-এনসিআর অঞ্চলেও দমকা হাওয়াও বইতে থাকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৮ থেকে ১২ অক্টোবরের মধ্যে দিল্লির আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হবে। এর প্রভাব দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, উত্তর প্রদেশ এবং বিদর্ভে অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তর ভারতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, অন্যদিকে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে।