জয়পুর, ৮ অক্টোবর : রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে মারা গেলেন একজন। মঙ্গলবার গভীর রাতে দুদু গ্রামের কাছে জয়পুর-আজমের জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন, অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।
জয়পুরের কালেক্টর জিতেন্দ্র কুমার সোনি বলেছেন, জয়পুর-আজমের হাইওয়েতে দুদু গ্রামের কাছে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও রাসায়নিক ট্যাঙ্কারের মধ্যে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জয়পুর-আজমের হাইওয়ের ওপর মৌজামাবাদ এলাকার সাওয়ারদা কালভার্টের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। তাকেই পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। তার পরেই জোরালো শব্দে একের পর এক বিস্ফোরণ হতে থাকে। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।