Country

2 hours ago

PM congratulated:সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিবাদন, দুই অভিযানের সাফল্যে প্রস্তাব পাস

parliamentary party meeting
parliamentary party meeting

 

নয়াদিল্লি, ৫ আগস্ট : এনডিএ সংসদীয় দলের বৈঠকে মঙ্গলবার অভিবাদন জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অপারেশন সিঁদুর ও অপারেশন মহাদেবের সাফল্যের জন্য এনডিএ সাংসদরা সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছেন। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য এনডিএ সাংসদরা প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সশস্ত্র বাহিনীর সাহসিকতাকেও কুর্নিশ জানানো হয়েছে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে এদিন নতুন সাংসদদের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, বিভিন্ন দলের ৫৯ জন সাংসদ ভারতের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের জন্য ৩২টি দেশ সফর করেছেন। এটি ভারতের দ্বারা শুরু করা সবচেয়ে ব্যাপক বিশ্বব্যাপী প্রচারণাগুলির মধ্যে একটি, যা তুলে ধরে যে ভারত কীভাবে সন্ত্রাসের শিকার হয়েছে এবং কেন বিশ্বের যে কোনও অংশে সন্ত্রাসী হামলা বিশ্বজুড়ে মানবতার বিরুদ্ধে অপরাধ। বিরোধী দলের সাংসদদের অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের পরিপক্কতা এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কত্বের প্রতিফলন ঘটায়, যিনি বিশ্বাস করেন, জাতীয় স্বার্থের ক্ষেত্রে আমরা সবাই একসঙ্গে আছি। এদিনের এনডিএ সংসদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীরা ও এনডিএ সাংসদরা উপস্থিত ছিলেন।

You might also like!