Entertainment

1 hour ago

Rajesh Keshav: লাইভ অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত প্রবীণ টিভি উপস্থাপক রাজেশ কেশব, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন!

Rajesh Keshav on stage
Rajesh Keshav on stage

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রবিবার রাতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কোচি। লাইভ অনুষ্ঠানের মঞ্চে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন প্রবীণ টেলিভিশন উপস্থাপক ও অভিনেতা রাজেশ কেশব, যিনি দর্শকদের কাছে 'আরকে' নামে পরিচিত। বয়স ৪৯। আনন্দ ও উল্লাসের মুহূর্তে তাঁর হঠাৎ অসুস্থ হয়ে পড়া দেখে হতবাক হয়ে যান দর্শক ও আয়োজকরা। ঘটনাটি ঘটে কোচির ক্রাউন প্লাজা হোটেলে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে রাজেশ মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় লেকশোর হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, স্টেজে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এরপর থেকে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে আইসিইউতে রাখা হয়েছে।  

চিকিৎসকদের মতে, হৃদরোগজনিত কারণে মস্তিষ্কে আংশিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে সামান্য নড়াচড়া দেখা গেলেও তাঁর সামগ্রিক প্রতিক্রিয়া এখনও সীমিত। আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র নির্মাতা প্রতাপ জয়লক্ষ্মী ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, “আমাদের প্রিয় রাজেশ, যিনি জীবনের প্রতিটি মুহূর্তে আলো ছড়াতেন, এখন নীরব, কেবল মেশিনের সাহায্যে শ্বাস নিচ্ছেন। রবিবার রাতে উল্লাস আর আলোর মাঝেই ভাগ্য তাঁকে এহেন পরিস্থিতির সম্মুখীন করেছে। এখন তাঁর দরকার কেবল চিকিৎসা নয়, আমাদের ভালোবাসা আর প্রার্থনার অদম্য শক্তি।”  তিনি আরও বলেন, “১৫-২০ মিনিটের মধ্যেই আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টি করেন। তারপর থেকে তিনি ভেন্টিলেটরের সাহায্যে জীবিত আছেন। সামান্য নড়াচড়ার বাইরে আর কোনও প্রতিক্রিয়া মেলেনি।” ভক্তদের উদ্দেশে তাঁর আবেদন—“দয়া করে প্রার্থনা করুন। আমাদের প্রিয় বন্ধু রাজেশকে ফিরে আসতেই হবে।”  


প্রসঙ্গত উল্লেখ্য,রাজেশ কেশব কয়েক দশক ধরে মালায়ালাম টেলিভিশনের পরিচিত মুখ। অসংখ্য টক শো ও রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তাঁকে কেরালার ঘরে ঘরে পরিচিত করে তুলেছে। টেলিভিশনের বাইরে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় মালয়ালাম ছবিতেও অভিনয় করেছেন—বিউটিফুল (২০১১), ত্রিভান্দ্রাম লজ (২০১২), হোটেল ক্যালিফোর্নিয়া (২০১৩), নী-না (২০১৫), এবং থাতুম পুরাথ অচ্যুথান (২০১৮)। তাঁর আসন্ন প্রকল্পের মধ্যে রয়েছে শেরো এবং ওরু ভাদাক্কান থেরোত্তম।  বছরের পর বছর ধরে তিনি মঞ্চ ভাগ করেছেন দক্ষিণ ও বলিউডের বহু শীর্ষ তারকার সঙ্গে—মোহনলাল, কমল হাসান, সঞ্জয় দত্ত, সুরিয়া, তামান্না ভাটিয়া, ত্রিশা কৃষ্ণান ও রশ্মিকা মান্দান্নার মতো তারকার তালিকায় রয়েছেন তাঁর সহকর্মীরা। 


You might also like!