Country

5 hours ago

Jammu-Srinagar highway closed: বৃষ্টিতে প্রতিকূল পরিস্থিতি, বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে

Jammu-Srinagar highway closed for heavy rains
Jammu-Srinagar highway closed for heavy rains

 

জম্মু, ২ সেপ্টেম্বর: বৃষ্টি এখনও থামেনি জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিপাতের জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে, এমনটাই জানিয়েছে ট্রাফিক পুলিশ। তবে, মুঘল রোড ও শ্রীনগর-সোনামার্গ-গুমরি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কিন্তু, সিন্থন সড়কটি যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টিতে প্রতিকূল পরিস্থিতির কারণে বন্ধ রাখা জম্মু-শ্রীনগর হাইওয়ে। যাত্রীদের যাত্রা পরিকল্পনা করার আগে জম্মু ও কাশ্মীর ট্র্যাফিক পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এবং ফেসবুক পেজে সর্বশেষ রাস্তার অবস্থা খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like!