Country

1 month ago

Dilip Ghosh: দিল্লি গিয়েও প্রথম দফায় দেখা মিলল না নাড্ডার, প্রশ্ন, শূন্য হাতে ফিরতে হবে দিলীপকে

Dilip Ghosh
Dilip Ghosh

 

নয়াদিল্লি, ১৮ জুলাই : দিল্লি গিয়েও দিলীপ ঘোষের অভিমান মিটল না। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে গিয়েও তাঁর দেখা পেলেন না বিজেপি নেতা দিলীপবাবু। তাহলে, কার্যত কি শূন্য হাতেই ফিরতে হবে তাঁকে? যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দিলীপবাবু। বললেন, “যা বলার সময় মতো বলবেন।” তবে শোনা যাচ্ছে, বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার সঙ্গে দেখা হতে পারে দিলীপবাবুর। প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকবেন দিলীপ ঘোষ? গত কয়েকদিন ধরে চর্চায় ছিল এই একটাই বিষয়। কখনও শোনা গিয়েছে, দলের তরফে আমন্ত্রণ পত্র পৌঁছেছে দাপুটে এই নেতার কাছে। যদিও পরে তিনি নিজে দাবি করেছেন বঙ্গ বিজেপি আমন্ত্রণ করেনি। বস্তুত আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দলের গুরুদায়িত্ব দিলীপবাবুকে দেওয়া নিয়ে অভ্যন্তরীণ ঠান্ডা লড়াই শুরু হয়েছে বলে খবর। তবে দিলীপবাবু বলেছিলেন কর্মী হিসেবে তিনি যাবেন সভায়। শুক্রবার সকালে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিল্লি রওনা হন বিজেপি নেতা। সেই সময় জানা গিয়েছিল, নাড্ডার তলবেই নাকি দিল্লি পাড়ি।

You might also like!