Game

5 hours ago

Cheteshwar Pujara retires: আন্তর্জাতিক থেকে ঘরোয়া, সব ক্রিকেটেই অবসর পূজারার

Cheteshwar Pujara
Cheteshwar Pujara

 

মুম্বই, ২৪ আগস্ট  : রবিবার ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা আন্তর্জাতিক থেকে ঘরোয়া সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। পূজারা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তাঁর অবসর ঘোষণা দিয়েছেন। পূজারা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘ভারতের জার্সি গায়ে চাপানো, জাতীয় সঙ্গীত গাওয়া, আর মাঠে নামলেই সেরাটা দেওয়ার চেষ্টা করা—এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা কঠিন। তবে যেমনটা বলা হয়, সবকিছুরই একদিন শেষ আসে। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার।’

পূজারা তাঁর দৃঢ়তা এবং রক্ষণাত্মক কৌশল দিয়ে বোলিং আক্রমণকে চূর্ণবিচূর্ণ করার ক্ষমতার জন্য পরিচিত। তিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতের ৩ নম্বর ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ১০৩টি টেস্ট এবং পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। ভারতের হয়ে তাঁর শেষ খেলা ছিল ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল। পূজারা টেস্টে ৭,১৯৫ রান করেছেন, যার মধ্যে ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধশতক রয়েছে এবং ২১,০০০-এরও বেশি প্রথম-শ্রেণীর রান করেছেন।

You might also like!