Game

6 hours ago

Kylian Mbappé: বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুটি ম্যাচে দলে অধিনায়ক কিলিয়ান এমবাপে

Kylian Mbappé
Kylian Mbappé

 

প্যারিস, ২৮ আগস্ট : আগামী মাসে ইউক্রেইন ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। প্রথম দুটি ম্যাচের জন্য দলে অনুমিতভাবে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। এমবাপের পাশাপাশি রিয়াল মাদ্রিদের আরেক ফুটবলার, মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি, পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও দিজিরে দুয়েও আছেন দলে। চলতি গ্রীষ্মের দলবদলে লিভারপুলে যোগ দিয়ে দারুণ শুরু করা উগো একিতিকে দলে রাখা হয়নি। ইংলিশ ক্লাবটির হয়ে প্রথম তিন ম্যাচে ৩ গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট রয়েছে ২৩ বছর বয়সী এই স্ট্রাইকারের। জাতীয় দলে প্রথম জায়গা পেলেন একিতিকের সমবয়সী আকিউস। গত মরসুমে মোনাকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন ১২টি। নতুন মরসুমে প্রথম দুই ম্যাচে একটি গোল করেছেন এই রাইট উইঙ্গার। ২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে ইউক্রেইনের মুখোমুখি হবে ফ্রান্স। ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

You might also like!