মুম্বই, ২০ আগস্ট : টানা বর্ষণে বিপর্যস্ত মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। বড় রাস্তা হোক বা অলিগলি— প্রায় সর্বত্রই জল থইথই। বিপর্যস্ত রেল পরিষেবাও। বুধবারও বৃষ্টি থামেনি মুম্বইয়ে। টানা বৃষ্টিপাতের ফলে রেললাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে মুম্বই শহরের বেশ কয়েকটি অংশ জলমগ্ন হয়ে রয়েছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
মহারাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে বৃষ্টিপাত ও বন্যাজনিত কারণে ৬ জন প্রাণ হারিয়েছেন। বন্যার মতো পরিস্থিতিতে নান্দেদ জেলায় ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন স্থানে এনডিআরএফের ১৮টি দল এবং এসডিআরএফের ৬টি দল মোতায়েন রয়েছে। এসডিআরএফ নান্দেদ জেলার মুখেদ তালুকে ২৯৩ জনকে উদ্ধার করেছে। গত ২৪ ঘণ্টায়, বিডে ১ জন, মুম্বইতে ১ জন এবং ৩ জন আহত এবং নান্দেদে ৪ জন নিহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন।