Country

1 month ago

Dharmendra Pradhan: ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে,ধর্মেন্দ্র প্রধান

Dharmendra Pradhan
Dharmendra Pradhan

 

পালাক্কড়, ১৯ জুলাই : ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার দাবি করে বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারত একটি বিকশিত দেশে পরিণত হবে এবং এই লক্ষ্য অর্জনে প্রতিটি নাগরিকের ভূমিকা পালন করতে হবে। তিনি কেরলের আইআইটি পালাক্কাড়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে এই মন্তব্য করেন। পরিবহন, আবাসন, চিকিৎসা সুবিধা এবং কৃষি-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো নির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য মন্ত্রী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিশ্বব্যাপী ডিজিটাল মহাকাশে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতি তুলে ধরে ধর্মেন্দ্র প্রধান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে একটি অন্তর্ভুক্তিমূলক এবং নীতিগত ডিজিটাল পাবলিক অবকাঠামোর স্বপ্ন দেখেন। তিনি প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রয়োজনীয়তা এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির গুরুত্বের উপরও জোর দেন। অনুষ্ঠানে মোট ৩২৮ জন শিক্ষার্থী মন্ত্রীর কাছ থেকে তাদের শংসাপত্র গ্রহণ করেন। প্রধান বলেন, আইআইটি পালাক্কাড় সঠিক পথে রয়েছে এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

You might also like!