Country

1 month ago

J. P. Nadda: অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার,জে পি নাড্ডা

J. P. Nadda
J. P. Nadda

 

নয়াদিল্লি, ২১ জুলাই : অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার। সোমবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। রাজ্যসভার বিরোধী দলনেতা মালিকার্জুন খাড়গে সোমবার রাজ্যসভায় বলেছেন, "আমি পহেলগাম সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিঁদুরের উপর বিধি ২৬৭-এর অধীনে নোটিশ দিয়েছি। এখনও পর্যন্ত সন্ত্রাসীদের ধরা বা নিষ্ক্রিয় করা হয়নি। সকল দল সরকারকে নিঃশর্ত সমর্থন জানিয়েছে। সরকারের উচিত কী ঘটেছে তা আমাদের জানানো। জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল একটি বিবৃতি দিয়েছিলেন যে, গোয়েন্দা ব্যর্থতা ছিল... মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২৪ বার দাবি করেছেন যে, যুদ্ধবিরতি কেবল তার হস্তক্ষেপের কারণেই হয়েছে।" রাজ্যসভার বিরোধী দলনেতা মালিকার্জুন খাড়গের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, "সরকার সদনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত।" এদিন রাজ্যসভার অধিবেশন দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।

You might also like!