Country

3 hours ago

Varanasi:বারাণসীর মন্দিরে আগুন, আহত ৭

Varanasi temple fire
Varanasi temple fire

 

বারাণসী, ১০ আগস্ট : উত্তর প্রদেশের বারাণসীর এক মন্দিরে আরতি চলাকালীন অগ্নিকাণ্ড। তার জেরে আহত হয়েছেন ৭ জন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।

জানা গেছে, পুজো দিতে গিয়ে আগুনে ঝলসে যান ৭ জন পুণ্যার্থী। শনিবার বারাণসীর আত্মাবীরেশ্বর মন্দিরের ঘটনা। দগ্ধদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরতির সময়ে মন্দিরের সাজসজ্জায় হঠাৎ আগুন লাগে। শর্ট সার্কিট কিংবা প্রদীপের আগুন থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়

You might also like!