বেঙ্গালুরু, ১০ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৩টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন।
বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশন থেকে নতুন ৩টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু থেকে বেলাগাভি, অমৃতসর থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এবং নাগপুর (আজনি) থেকে পুণে পর্যন্ত ট্রেন। সবুজ পতাকা নেড়ে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী।
এছাড়াও বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। তিনি আরভি রোড, রাগিগুড্ডা থেকে ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো যাত্রা করবেন। প্রধানমন্ত্রী এদিন বেঙ্গালুরুতে নগর সংযোগ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মোদী এদিন ১৫ হাজার ৬১০ কোটি টাকারও বেশি মূল্যের বেঙ্গালুরু মেট্রো ফেজ-৩ প্রকল্পের শিলান্যাসও করবেন। প্রকল্পের মোট রুটের দৈর্ঘ্য ৪৪ কিলোমিটারেরও বেশি হবে এবং ৩১টি উঁচু স্টেশন থাকবে।