Country

5 days ago

SIR protests India:এসআইআর নিয়ে বিক্ষোভ নিন্দনীয় : ধর্মেন্দ্র প্রধান

Dharmendra Pradhan SIR remarks
Dharmendra Pradhan SIR remarks

 

নয়াদিল্লি, ৩০ জুলাই : বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) নিয়ে বিরোধীদের বিক্ষোভের সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, "যারা সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারাই সাংবিধানিক ব্যবস্থাকে সবচেয়ে বেশি উপহাস করছেন। এসআইআর হল নির্বাচন কমিশনের একটি ব্যবস্থা এবং কয়েক দশক ধরে এটি কার্যকর।"

ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন, "নিজস্ব স্বার্থে, রাজনৈতিক কারণে এর বিরোধিতা করা হচ্ছে। যা উদ্বেগজনক এবং নিন্দনীয়। এসআইআর নিয়ে আলোচনা করার অর্থ হল আপনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আলোচনা চান। লোকসভা কি নির্বাচন কমিশনের উপর আলোচনা শুরু করতে পারে? যারা তাদের সংবিধানের ব্যবস্থা বোঝেন না তাদের কাছে এই ধরণের যুক্তির কোনও উত্তর নেই।" 'অপারেশন মহাদেব' সম্পর্কে অখিলেশ যাদবের বক্তব্য সম্পর্কে ধর্মেন্দ্র প্রধান বলেন, "এটি তাদের তুষ্টির রাজনীতির নির্লজ্জ প্রদর্শন।"


You might also like!