West Bengal

6 days ago

CM Mamata Banerjee: “ভোটার লিস্টে নাম না তুললে ছেড়ে কথা বলবেন না’’, হুঁশিয়ারি মমতার

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

বীরভূম, ২৯ জুলাই, : ‘‘ভোটার লিস্টে নাম তোলার নামে এনআরসি করার চেষ্টা। সবাই নাম ভোটার লিস্টে তুলবেন। না তুললে ছেড়ে কথা বলবেন না।’’ মঙ্গলবার, ফের এনআরসি (ফের জাতীয় নাগরিকপঞ্জি) নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বিহারের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছে তৃণমূল-সহ বিজেপি বিরোধী দলগুলি। এদিন ভোটার তালিকায় নাম তোলার নামে এনআরসি হচ্ছে বলেই ইলামবাজারের সভা থেকে কেন্দ্রকে ফের ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা।

মঙ্গলবার তিনি বলেন, ‘‘খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। অসম গুজরাট রাজস্থান দিল্লির শাসিত অঞ্চল। যারা ২০০৭-২০০৮ সালে গেছেন তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছে থানায় থানায় ঘোরাচ্ছে। আমি যাদের কথা বলেছি কাল, তাদের গতকালও থানায় থানায় ঘোরানো হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘লোকে ভুলে গিয়েছে? ১৫ লক্ষ টাকা করে দেব, ইলেকশন চলে গেলে নো পাত্তা, ইলেকশন চলে গেলে লোককে মারে। ভোটার তালিকার কাজটা ভাল করে করবেন। বিএলও-দের বলবেন কাউকে হ্যারাস না করতে। ইউনাইটেড ন্যশনস বলেছিল ১৯ লক্ষ রোহিঙ্গা গোটা বিশ্বে, বাংলাদেশের ক্যাম্পে ৯ লক্ষ আছে। কোথা থেকে এল এত রোহিঙ্গা?’’

You might also like!