Business

2 years ago

Gold Price Today: প্রায় হাজার টাকা সস্তা সোনা লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! কত কমলো হলুদ ধাতুর দাম

Gold
Gold

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবারে অনেকটা কমল সোনার দাম। এই নিয়ে পরপর তিনদিন কলকাতার বাজারে সোনার দাম কমল। পাশাপাশি সামান্য কমেছে রুপোর দাম। বৃহস্পতিবার ১ কেজি রুপোর বাটের দাম রয়েছে ৬৫ হাজার ৪৫০ টাকা।

ভারতে সোনার দাম নির্ভর করে দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা সোনার বাজারের উপরে ‌। এছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় সোনার দামও আলাদা হয়ে থাকে। জেনে নিন বৃহস্পতিবার দেশের কোন শহরে সোনার দাম কত, 

কলকাতা: আজ কলকাতায় 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 51,000 টাকা।

নয়াদিল্লি: নয়াদিল্লিতে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 51,150 টাকা।

মুম্বই: এখানে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 51,000 টাকা।

চেন্নাই: চেন্নাইতে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 52,620 টাকা।

ব্যাঙ্গালুরু: ব্যাঙ্গালুরুতে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 51,050 টাকা রয়েছে।


You might also like!