দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পা শেট্টির পরিবারের। স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর এবার জল্পনা শুরু হয়েছে যে শিল্পার জনপ্রিয় বান্দ্রার রেস্তরাঁ ‘বাস্তিয়ান’ বন্ধ হয়ে যাচ্ছে। এই জল্পনার সূত্রপাত শিল্পার একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে, যেখানে তিনি তার স্বপ্নের রেস্তোরাঁকে বিদায় জানানোর কথা লিখেছিলেন এবং সেখানে শেষবারের মতো একটি সুন্দর সন্ধ্যা কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। পোস্টটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে রেস্তরাঁটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এবার শিল্পার রেস্তরাঁর টিম এই বিষয়ে মুখ খুলেছে।
‘বাস্তিয়ান মুম্বই’ টিমের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আসলে রেস্তরাঁ বন্ধ হচ্ছে না। খোলনলচে বদলে নতুন অবতারে আসছে এই জনপ্রিয় ফুড,এবং আড্ডা জয়েন্ট। রেস্তরাঁর নতুন নাম ‘আম্মাকাই’। বান্দ্রাতেই এবার মায়ের হাতের সেরা দক্ষিণী খাবার পরিবেশন করবে টিম বাস্তিয়ান। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে এই রেস্তরাঁ নতুনভাবে খুলতে চলেছে বলে জানা গেল। পাশাপাশি জুহুতে থাকছে বাস্তিয়ান বিচ ক্লাব। আর সেই বিবৃতিতেই রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, আপনারা গুজব ছড়ান, আমরা বরং অতিথিদের চা পরিবেশন করি। আমাদের ব্র্যান্ড এবার পুরনো ইনিংস শেষ করে নতুন অধ্যায় শুরু করতে চলেছে।
মঙ্গলবার, নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে শিল্পা এই খবর জানান। অভিনেত্রী সেখানে লেখেন, ‘এই বৃহস্পতিবার একটা যুগের সমাপ্তি হবে, যেহেতু আমরা মুম্বইয়ের সবচেয়ে আইকনিক রেস্তরাঁকে বিদায় জানাব সেদিন। ‘বাস্তিয়ান বান্দ্রা’ রেস্তরাঁ, যা আমাদের অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছে। এই শহরের রাতের প্রাণকেন্দ্র এবার চিরবিদায় নেবে। তবে বিদায় জানানোর আগে এই রেস্তরাঁর সঙ্গে জুড়ে থাকা প্রতিটি মানুষকে। প্রত্যেক পৃষ্ঠপোষককে নিয়ে একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করেছি আমরা। শেষবার বাস্তিয়ানে আমরা একটা ভালো সময় কাটাব।’ এবার জানা গেল, শিল্পার বাস্তিয়ান আসছে, তবে নতুন রূপে।