Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

West Bengal

4 months ago

Ram Navami 2025: রামনবমীর আগেই শুরু বিরাট অ্যাকশন! অস্ত্র নিয়ে বেরলে কী হবে? কড়া বার্তা দিলেন সিপি

Kolkata Police Chief Manoj Verma’s Ram Navami message
Kolkata Police Chief Manoj Verma’s Ram Navami message

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাম নবমী উদযাপনের আগে পুলিশের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হলো— অস্ত্র নিয়ে রাস্তায় বের হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, উৎসবের নামে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

গার্ডেনরিচ সহ বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রাম-নবমীর মিছিল বেরতে পারে সেই সব স্থান পরিদর্শন করেন সিপি। পরিষ্কার বার্তা দেন, কোথাও কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন পুলিশ আগে থেকেই সচেষ্ট থাকবে। প্রয়োজনে পদক্ষেপও করা হবে।

এর পাশাপাশি নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। কারণ, হাওড়ার শ্যামপুর এলাকায় যে ধরনের প্ল্যাকার্ড তৈরি করে অশান্তির চেষ্টা করা হয়েছে, তার জন্য পুলিশ গ্রেফতারও করেছে। তাই রাম নবমীর দিন যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় তৎপর রয়েছে পুলিশ। এ দিন মনোজ ভার্মা বলেন, “কোনও রকম অশান্তি যাতে না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। আর কেউ যদি সেই চেষ্টা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। সকলকে বলছি কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন এটা ভুল ধারনায় না থাকেন যে কোনও অ্যাকশন নেওয়া হবে না।”

You might also like!