Festival and celebrations

1 day ago

Karam festival: করম পূজায় রাষ্ট্রপতি মুর্মুর শ্রদ্ধা

Karam festival 2025
Karam festival 2025

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : “সকল দেশবাসীকে 'করম পূজা'র আন্তরিক শুভেচ্ছা।” এক্সবার্তায় লিখলেন ভারতের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বুধবার এই সঙ্গে লিখেছেন, ভাই-বোনের মধ্যে স্নেহ ও সম্প্রীতির প্রতীক, এই উৎসব আমাদের প্রকৃতি সংরক্ষণের বার্তাও দেয়। এই শুভ উপলক্ষে, আমি সকল দেশবাসীর জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি।

প্রসঙ্গত, করম পরব ভারতের ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসম, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশ ও নেপালে পালিত একটি ফসল কাটার উৎসব। এই উৎসবে করম দেবতার উপাসনা করা হয়। যিনি শক্তি, যুব ও যৌবনের দেবতা। করম পরব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া, ঝাড়গ্রাম,বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলার কুড়মি, ভূমিজ, রাজপুত, চন্দ্রবংশীয় ক্ষত্রিয় রাজপুত বা চাঁই, সরাক, লোহার, বাউরি, বীরহড়, বীরনিয়া, খেরওয়ার, হো, খেড়িয়া, শবর, কোড়া, মাহালি, পাহাড়িয়া, হাড়ি, বাগদি, বেদে, ঘাসি, লোধা ও বৃহৎ জনগোষ্ঠী সাঁওতাল, মুন্ডা, ওঁরাও প্রভৃতি সম্প্রদায়ের আরণ্যক ও কৃষিভিত্তিক লোকউৎসব

You might also like!